বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব প্রস্তুত 

কক্সবাজার প্রতিনিধি

অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব প্রস্তুত 

কক্সবাজারে দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর অধিনায়ক এইচ এম সাজ্জাত হোসেন। শুক্রবার (২০ অক্টোবর) পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১৫ পৌরশহরসহ পুরো জেলায় নজরদারি বাড়িয়েছে বলে জানান অধিনায়ক সাজ্জাত হোসেন।

তিনি বলেন, কক্সবাজার ও বান্দরবান জেলার সর্বমোট ১৮১ টি পূজামণ্ডপে (কক্সবাজারে-১৫১, বান্দরবানে-৩০) শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে।

ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পূজামণ্ডপসহ সকল দূর্গাপূজায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে কক্সবাজার ও বান্দরবান জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-১৫। অন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবও মোবাইল এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে নিরাপত্তা দায়িত্ব পালন করবে। পূজাকে কেন্দ্র করে গোয়েন্দা তথ্য সংগ্রহসহ বৃদ্ধি করা হয়েছে র্যাবের তৎপরতা ও নজরদারি।

অধিনায়ক সাজ্জাত হোসেন বলেন, পূজামন্ডপকে ঘিরে সার্বিক নিরাপত্তায় প্রতিনিয়ত র্যাবের ১০টি পিকআপ ৮টি মোটরসাইকেল পেট্রোলিং এবং সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি চলমান রাখাসহ দুর্গাপূজায় র্যাব-১৫ এর ১৩৬ জন সদস্য নিয়োজিত থাকবে।

উল্লেখ্য, আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমীর দিনে বিসর্জনের মধ্যদিয়ে দূর্গাপূজা শেষ হবে।

টিএইচ